গাজায় ইসরায়েলি বর্বর হামলার ছবি তুলে পুরস্কার জিতলে এএফপির ফটো সাংবাদিক মাহমুদ হামস। মাহমুদ হামস গাজা যুদ্ধের ছবি তুলে মর্যাদাপূর্ণ ভিসা ডি'অর নিউজ পুরস্কার জিতেছেন, ভিসা পোর ল'ইমেজ অ্যাসোসিয়েশন শনিবার এ ঘোষণা দেয়। ৪৪ বছর বয়সী মাহমুদ হামস ২০০৩ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ফরাসি বার্তা সংস্থা এএফপির হয়ে কাজ করছেন। খবর ডেইলি সাবাহর।
এএফপির এ সাংবাদিক সংঘর্ষের সময় সাংবাদিকদের টার্গেট করার নিন্দা করেছেন। তিনি বলেন, গাজায় আমার শৈশব কাটিয়েছি এবং আমার ২৩ বছরের ফটো সাংবাদিকতায় সেখানে প্রতিটি যুদ্ধ, প্রতিটি সংঘাতের সাক্ষী হয়েছি। কিন্তু এই যুদ্ধ প্রথম দিন থেকেই মনে হয়েছে- এটি অন্য যেকোনো যুদ্ধের মতো নয়। তিনি আরো বলেন, আমার সহকর্মী এবং আমাকে অবিশ্বাস্যভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এবং কারো কোনো সুরক্ষা নেই এখানে।
সাংবাদিকদের অফিসকে লক্ষ্য করে হামলাও হয়েছে, যেগুলো যুদ্ধের সময় হামলার বাইরে বলে মনে করা হয়। অনেক সাংবাদিক হতাহত হয়েছেন। অনেক বন্ধু এবং প্রিয়জনদেরও হারিয়েছি। আমরা আমাদের পরিবারকে নিরাপদ রাখতে সংগ্রাম করে যাচ্ছি।