ঢাকা | বঙ্গাব্দ

রিয়াদে প্রিন্স সালমান-ল্যাভরভ বৈঠক

রাশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই এই তথ্য নিশ্চিত করলেও বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
  • | ১১ সেপ্টেম্বর, ২০২৪
রিয়াদে প্রিন্স সালমান-ল্যাভরভ বৈঠক বৈঠক শুরুর ছবি

সৌদি আরব ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রাশিয়ার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠক করেছেন। সৌদির রাজধানী রিয়াদে সোমবার ওই দুই নেতার সঙ্গে আলোচনা হয়। রাশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। তবে বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর তাসের।

এর আগে, ল্যাভরভ সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক করেন। তবে মস্কো এই বৈঠকের কোনো নির্দিষ্ট আলোচ্যসূচির বিবরণ প্রকাশ করেনি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল সাইটে জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা হয়েছে।

এদিকে, রাশিয়া-জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) স্ট্র্যাটেজিক ডায়ালগের সপ্তম মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ল্যাভরভ জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইয়ির সঙ্গেও বৈঠক করেছেন।