ঢাকা | বঙ্গাব্দ

আশুলিয়ায় আরও ২১৯ কারখানা বন্ধ ঘোষণা

আশুলিয়া শিল্পাঞ্চলে থামছে না শ্রমিক অসন্তোষ। শ্রমিক অসন্তোষের অস্থিরতার মধ্যে আজও ২১৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
  • | ১২ সেপ্টেম্বর, ২০২৪
আশুলিয়ায় আরও ২১৯ কারখানা বন্ধ ঘোষণা সংগৃহীত

আশুলিয়া শিল্পাঞ্চলে থামছে না শ্রমিক অসন্তোষ। শ্রমিক অসন্তোষের অস্থিরতার মধ্যে আজও ২১৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ৮৬টি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া আরও ১৩৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।


তবে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি।  


এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আশুলিয়ায় ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলেও জানান তিনি।


এর আগে বুধবার শ্রমিক বিক্ষোভের মুখে ৫৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ছুটি ঘোষণা করা হয় আরও অর্ধশতাধিক কারখানায়।