ভারতীয় সত্তরোর্ধ্ব নাগরিকরা দেশটির সরকারের কাছ থেকে প্রতি বছর ৫ লাখ রুপির স্বাস্থ্যসেবা পাবেন। ভারত সরকারের আয়ুষ্মান ভারত বিমা প্রকল্পের আওতায় এই সেবা দেওয়া হবে। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা এক বিবৃতিতে জানিয়েছে, সাড়ে ৪ কোটি পরিবারের ৬ কোটি প্রবীণ নাগরিককে সহায়তা দেবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্প। এই প্রকল্পে প্রতি পরিবার বিবেচনায় একজন ৭০ বছরের বেশি বয়স্ক নাগরিককে ৫ লাখ রুপি দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই অনুমোদনের ফলে, ৭০ বছর বা তার বেশি বয়সের সব প্রবীণ নাগরিক তাদের আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে এবি পিএম-জয় প্রকল্পের সুবিধাসমূহ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যোগ্য প্রবীণ নাগরিকদের এই প্রকল্পের অধীনে একটি নতুন কার্ড দেওয়া হবে। তবে এই অর্থপ্রাপ্তরা পরিবারের ৭০ বছরের কম বয়সী সদস্যদের দিতে পারবেন না।
এদিকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি পিএম-জয়) প্রকল্পের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রত্যেক ভারতীয়র জন্য সহজলভ্য, সাশ্রয়ী মূল্যের এবং উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।