ঢাকা | বঙ্গাব্দ

টাইগারদের বোনাস দেবেন ক্রীড়া উপদেষ্টা

সিরিজ জেতার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান।
  • | ১৩ সেপ্টেম্বর, ২০২৪
টাইগারদের বোনাস দেবেন ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট দল
সম্প্রতি টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেখান থেকে ফিরেই আবার সামনে ভারত সফর। এর আগেই পাকিস্তানে বিরাট অর্জনের স্বীকৃতিতে বড় অঙ্কের বোনাস পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা, যা তাদের সামনে আরও ভালো করতে উদ্বুদ্ধ করবে।

বিসিবি সূত্রে জানা গেছে, এই পুরস্কারের পরিমাণ ৩ কোটি ২০ লাখ টাকা। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শান্ত-মুশফিকদের হাতে এ অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পাকিস্তানকে ১০ ও ৬ উইকেটে হারানোর পর দেশে ফিরে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বাংলাদেশের ক্রিকেটাররা। সিরিজ জেতার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান। তখনই পুরো দলের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। ঐতিহাসিক সিরিজ জেতায় সেখানে পুরো দলকে প্রধান উপদেষ্টা সংবর্ধনা দিয়েছেন।

সাধারণভাবে বাংলাদেশ ক্রিকেটে একটি বিষয় প্রচলিত আছে যে, সংবর্ধনা মানেই পুরস্কার। প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে এমন আলোচনাই হচ্ছিল। ক্রিকেটাররা হয়তো গাড়ি, বাড়ি, জমি কিংবা টাকা পয়সা পেতে যাচ্ছেন! কিন্তু পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হলেও কোনো পুরস্কারের ঘোষণা আসেনি। এবার সেই প্রাপ্তিও তাদের হাতে উঠতে যাচ্ছে।