ঢাকা | বঙ্গাব্দ

আন্দোলনে দু’হাতে পিস্তল চালানো ব্যক্তি গ্রেফতার

৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালায় রুবেল।
  • | ১৪ সেপ্টেম্বর, ২০২৪
আন্দোলনে দু’হাতে পিস্তল চালানো ব্যক্তি গ্রেফতার ফুটেজ থেকে পাওয়া ছবি।
রাজশাহীর বোয়ালিয়ায় দুই হাতে দুই পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালায় রুবেল। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর তাকে ধরতে মাঠে নামে র‌্যাব।

ভিডিওতে দেখা যায়, সেদিন তিনি দুহাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছিলেন। সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।