ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে নারীদের ওপর হামলাকারী ফারুকুল আটক

জিজ্ঞাসাবাদের জন্য ফারুকুলকে রুমালিয়ার চর এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • | ১৪ সেপ্টেম্বর, ২০২৪
কক্সবাজারে নারীদের ওপর হামলাকারী ফারুকুল আটক ফারুকুল ইসলাম

কক্সবাজার সমুদ্র সৈকত ও লাল দীঘি এলাকায় গত ১১ সেপ্টেম্বর রাতে নারীদের ওপর হামলার নেতৃত্বদানকারী মোহাম্মদ ফারুকুল ইসলামকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কক্সবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ফারুকুলকে রুমালিয়ার চর এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কক্সবাজারে সম্প্রতি একদল পুরুষের হাতে বেশ কয়েকজন নারী হয়রানি ও লাঞ্ছিত হয়েছেন, এসব ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এএফপি ফ্যাক্ট চেক-এর বাংলাদেশ সম্পাদক কদরুদ্দীন শিশির অন্তত সাতটি ভিডিও বিশ্লেষণ করে দেখেছে যে, ফারুকুলের নেতৃত্বে একটি দল গত ১১ সেপ্টেম্বর রাতে কক্সবাজার সমুদ্র সৈকত ও লাল দীঘি এলাকায় নারীদের ওপর হামলা চালায়।