ঢাকা | বঙ্গাব্দ

সাউদাম্পটনের মাঠে বড় জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

ম্যানইউয়ের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেছেন ম্যাথিয়াস ডি লিট, মার্কাস রাশফোর্ড ও আলেহান্দ্রো গারাঞ্চো।
  • | ১৪ সেপ্টেম্বর, ২০২৪
সাউদাম্পটনের মাঠে বড় জয় ম্যানচেস্টার ইউনাইটেডের সংগৃহীত
টানা দুই হারের পর জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছে এরিক টেন হাগের দল। ম্যানইউয়ের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেছেন ম্যাথিয়াস ডি লিট, মার্কাস রাশফোর্ড ও আলেহান্দ্রো গারাঞ্চো। প্রিমিয়ার লিগে চার ম্যাচে রেড ডেভিলদের এটা দ্বিতীয় জয়, হেরেছে অন্য দুটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সেন্ট মেরি স্টেডিয়ামে শুরুতে দাপট দেখিয়েছে সাউদাম্পটনই। ৩০ মিনিটে পেয়ে যায় পেনাল্টিও। কিন্তু স্পট কিকে গোল করতে পারেননি ক্যামেরন আর্চার। তার ডান পায়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দিয়ে ম্যানইউকে সে যাত্রায় বাঁচিয়ে দেন গোলরক্ষক আন্দ্রে ওনানা।

এর পরের গল্পটি শুধু রেড ডেভিলদের। পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে প্রথমার্ধেই ম্যাচটি প্রায় শেষ করে দেয় টেন হাগের দল। ৩৫ মিনিটে ডি লিট এগিয়ে নেওয়ার মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করেছেন রাশফোর্ড। এরপর দ্বিতীয়ার্ধে অধিনায়ক জ্যাক স্টিফেনস লাল কার্ড দেখলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও পুরোপুরি বিলীন হয়ে যায় সাউদাম্পটনের।

৯৬ মিনিটে তাদের জালে বল পাঠিয়ে ম্যানইউয়ের জয়ের ব্যবধান আরো বড় করেছেন গারাঞ্চো। এএফপি