ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ কয়েক মৌসুম ধরে একক আধিপত্য দেখাচ্ছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে অপ্রতিরোধ্য পেপ গার্দিওলার দল। নিজেদের মাঠে ব্রেন্টফোর্ডকে হারিয়ে চতুর্থ জয়ের দেখা পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন দলটি।
ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। ব্রেন্টফোর্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন ইউয়ানি উইসা। টানা চার জয়ে টেবিলের শীর্ষে সিটিজেন ক্লাবটি। দুই জয় ও দুই হারে সাতে ব্রেন্টফোর্ড।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে সিটি। প্রথম মিনিটে হেডে গোল করে ব্রেন্টফোর্ডকে এগিয়ে নেন উইসা। সমতায় ফিরতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয়েছিল ১৯ পর্যন্ত। বক্সের মধ্যে বল পেয়ে ব্রেন্টফোর্ডের জালে পাঠান হালান্ড।
৩২ মিনিটে ম্যানসিটিকে লিড এনে দেন নরওয়ে তারকা। গোলরক্ষক এডেরসনের বাড়ানো বল গোল আদায় করে নেন হালান্ড। মৌসুমে ৪ ম্যাচে হালান্ডের ৯ম গোল এটি। পরে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।