১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো ধর্মঘট শুরু করেছেন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতাপ্রতিষ্ঠান বোয়িংয়ের কয়েক হাজার কর্মী। বেতন নিয়ে সৃষ্ট সংকটের জেরে এই ধর্মঘট। প্রায় ৩৩ হাজার কর্মীর এ কর্মবিরতির ফলে আগে থেকেই আর্থিক চাপে থাকা প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা আরও বিলম্বিত হবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার মধ্যরাতের পর ধর্মঘট শুরু হয়। তার কয়েক ঘণ্টা আগে বোয়িংয়ের কর্মীরা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের অস্থায়ী চুক্তি ৯৪ দশমিক ৬ শতাংশ ভোটে প্রত্যাখ্যান করেন। আর ধর্মঘটের পক্ষে ভোট দেন ৯৬ শতাংশ কর্মী। সংকট কাটাতে একজন কেন্দ্রীয় মধ্যস্থতাকারী নিয়োগ দিয়েছে দেশটির সরকার। তার অধীনে আগামী সপ্তাহের শুরুতে দুপক্ষের মধ্যে সমঝোতা আলোচনা শুরু হতে পারে।
এদিকে ধর্মঘটের কারণে প্রতিষ্ঠানটির উড়োজাহাজ ৭৩৭ ম্যাক্স ও ৭৭৭-এর যন্ত্রাংশ সংযোজনের দুটি প্রধান প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। তবে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেলি অরটবার্গের নেতৃত্বাধীন বোয়িং কর্তৃপক্ষের আশা, গত চার বছরে কর্মীদের ২৫ শতাংশ বেতন বৃদ্ধি এবং পুগেট সাউন্ড এলাকায় প্রতিষ্ঠানের কারখানায় বিনিয়োগের প্রতিশ্রুতি কর্মীদের দাবি-দাওয়া পূরণে যথেষ্ট হবে। যদিও প্রতিষ্ঠানের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সাধারণ কর্মীরা।
বোয়িংয়ের কর্মীরা চান, তাদের বেতন ৪০ শতাংশ বৃদ্ধি করা হোক। সমালোচকেরা বলছেন, গত চার বছরে ২৫ শতাংশ বেতন বৃদ্ধি অন্তঃসারশূন্য ঘটনা। কেননা, কর্তৃপক্ষের নতুন চুক্তিতে প্রতিষ্ঠানের বার্ষিক বোনাস বাদ দেওয়া হয়েছে। চুক্তিতে পেনশন ব্যবস্থা ফিরিয়ে না আনার বিষয়টিও কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরির আরেকটি কারণ।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি বোয়িংয়ের অবস্থা ভালো যাচ্ছে না। বিশ্বের অন্যতম বড় এই উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের পরিস্থিতি গত কয়েক বছর ধরেই খারাপ, আর সেই ধারাবাহিকতা চলছে ২০২৪ সালেও। একের পর এক ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে কোম্পানিটি।