২০০৯ সালে মুক্তি পায় ইমরান খান, সঞ্জয় দত্ত, শ্রুতি হাসান ও রবি কিষাণ অভিনীত ‘লাক’। এই ছবির কথা বিশেষ মনে রাখেনি হিন্দি সিনেপ্রেমীরা। ইমরানের ক্যারিয়ারের ফ্লপ ছবির তালিকায় অন্যতম এটি। আচমকাই ২০২৪ সালে এসে এই ছবির নির্মাতা সোহম শাহের দাবি, স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ নাকি লাক-এর ভাবনা চুরি করে তৈরি!
তার সিনেমা ‘লাক’-এর নকল করে তৈরি হয়েছে বিশ্বব্যাপী হিট সিরিজ ‘স্কুইড গেম’, এমনটাই দাবি করে সোহম শাহ নেটফ্লিক্সের নামে আদালতে মামলা ঠুকেছেন। অভিযোগের সত্যতা নেই বলে জানিয়েছে নেটফ্লিক্স। হিন্দুস্তান টাইমসকে নেটফ্লিক্সের তরফ থেকে জানানো হয়, ‘এই দাবির কোনও ভিত্তি নেই। স্কুইড গেমটি হোয়াং ডং হিউক দ্বারা নির্মিত এবং তিনিই লিখেছেন।’
‘লাক’ ছবিটি এমন একদল লোককে ঘিরে আবর্তিত হয়েছে যারা জ্যাকপট জেতার জন্য মারাত্মক গেম খেলে এবং তাদের ভাগ্য ফেরানোর চেষ্টা করে। প্রতিটি খেলোয়াড় মারা যাওয়ার সঙ্গে প্রাইজমানি বাড়তে থাকে। স্কুইড গেমটিও একটি রানওয়ে হিট শো ছিল, যারা অর্থের জন্য মরিয়া এবং টাকার লোভেই একটি রিয়েলিটি শোতে অংশ নিতে রাজি হন। তারা এমন খেলা খেলেন যেখানে হারের অর্থই হলো মৃত্যু। একে একে মারা যেতে থাকেন প্রতিযোগীরা। আর এখানেও প্রাইজমানি বাড়তে থাকে।