ঢাকা | বঙ্গাব্দ

কল্পনা চাকমার অপহরণ মামলা খারিজের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও সাজেক থেকে নারীরা বিক্ষোভ মিছিল করে চেঙ্গী স্কয়ারে এসে সমবেত হয়। সমাবেশে ৭০০ জনের বেশি ছাত্রী ও নারী অংশগ্রহণ করেন।
  • | ০৪ মে, ২০২৪
কল্পনা চাকমার অপহরণ মামলা খারিজের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ কল্পনা চাকমার অপহরণ মামলা খারিজের প্রতিবাদে খাগড়াছড়িতে পাহাড়ের দুই নারী সংগঠনের বিক্ষোভ

কল্পনা চাকমার অপহরণ মামলা খারিজের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পাহাড়ের দুই নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

শনিবার (৪ মে) সকাল ৯টায় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজার এলাকা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল চেঙ্গী স্কয়ারে এসে শেষ হয়।

এ সময় জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও সাজেক থেকে নারীরা বিক্ষোভ মিছিল করে চেঙ্গী স্কয়ারে এসে সমবেত হয়। সমাবেশে ৭০০ জনের বেশি ছাত্রী ও নারী অংশগ্রহণ করেন। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ানের সভাপতিত্বে এবং হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি চাকমা।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান বলেন, কল্পনা চাকমার অপহরণ মামলার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন।

এ সমাবেশ থেকে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানানো হয়। এছাড়া কুশপুত্তলিকা দাহ করা হয় ।