ঢাকা | বঙ্গাব্দ

নতুন সেন্সর বোর্ড গঠন, আছেন যারা

রোববার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
  • | ১৫ সেপ্টেম্বর, ২০২৪
নতুন সেন্সর বোর্ড গঠন, আছেন যারা সংগৃহীত

নতুন করে গঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৫ সদস্যের মধ্যে আছেন মন্ত্রণালয়টির সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

এছাড়া রয়েছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, কাজী নওশাবা আহমেদ (অভিনেত্রী), আশফাক নিপুণ, মোহাম্মদ নাজিম উদ্দিন (বিশিষ্ট লেখক), রফিকুল আনোয়ার রাসেল (প্রযোজক ও পরিচালক)।

এর আগে, চলতি বছরের ১৪ মে ১৫ সদস্যবিশিষ্ট নতুন সেন্সর বোর্ড গঠিত হয়। তবে ৫ আগস্ট সরকার পতনের পর আগের বোর্ড ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হলো।