ঢাকা | বঙ্গাব্দ

সকল ধরনের মসলার দাম বাড়ছে

কোরবানি ঈদের মাসখানেক বাকি থাকলেও বাড়ছে সব ধরনের মসলার দাম। পেঁয়াজ, রসুন ও আদার দামও বাড়তি।
  • | ০৫ মে, ২০২৪
সকল ধরনের মসলার দাম বাড়ছে সংগ্রহীত

কোরবানি ঈদের মাসখানেক বাকি থাকলেও বাড়ছে সব ধরনের মসলার দাম। পেঁয়াজ, রসুন ও আদার দামও বাড়তি।


সরেজমিনে শুক্রবার বাজার ঘুরে দেখা যায় কোরবানি ঈদের এখনো প্রায় দুইমাস বাকি থাকলেও প্রতিবছরের মতো আগে থেকেই বাড়তে শুরু করেছে মসলার দাম। নিত্যপণ্যের বাজারেও একই দশা।


গত ক’দিনে এলাচের দাম কেজিতে প্রায় দেড় গুণ বেড়েছে। লবঙ্গ, দারচিনি, জয়ফল-জয়ত্রীর দামও বাড়ছে উল্লেখযোগ্য হারে। এছাড়া প্রতি কেজি আমদানি করা আদা, রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে।


ব্যবসায়ীরা বলছেন, সামনের কোরবানি তাই- মসলার দাম বাড়ার সম্ভাবনায় অনেকেই আগে-ভাগে মজুদ করছে- তাই দামও বাড়ছে।


এছাড়া মসলার পাশাপাশি মুরগির দামও বেড়েছে বাজারে। সাত দিন আগে খুচরা বাজারে সোনালি মুরগির কেজি ছিলো ৩৪০-৩৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে তা বেড়ে হয়েছে ৩৭০-৩৯০ টাকা।


এদিকে সবজির বাজারে লম্বা সময় কম দামি পণ্য হিসেবে ছিলো একমাত্র পেঁপে, তবে গেলো ক’দিনের চাহিদায় এর দামও ছুঁয়েছে ৮০ টাকা প্রতি কেজি।