ঢাকা | বঙ্গাব্দ

সাবেক কাউন্সিলর ফেরদৌস গ্রেফতার

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
  • | ১৭ সেপ্টেম্বর, ২০২৪
সাবেক কাউন্সিলর ফেরদৌস গ্রেফতার সাবেক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আ স ম ফেরদৌস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানা এলাকায় আবদুল ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর আ স ম ফেরদৌস আলমকে (৭৫) গ্রেফতার করেছে র‌্যাব-২। নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার আন্দোলন চলমান অবস্থায় সাবেক এই কাউন্সিলরের নেতৃত্বে ছাত্রদের ওপর হামলা চালানো হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, তাকে রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে তাকে কলাবাগান থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।