ইরানের বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। মঙ্গলবার বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বুশেহর থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে যাওয়ার পথে ইয়াজদ প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন। হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাসটিতে মোট কতোজন যাত্রী ছিল তা উল্লেখ করেনি দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। অতিরিক্ত গতির কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনায় ৬ জন ঘটনাস্থলেই নিহত হন। বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।
আহত ৪১ জনের মধ্যে ৯ জনের অবস্থা সঙ্কটজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহে ইরানে বেশ কয়েকটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা হয়েছে।