ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই জালে বল জড়ায় এসি মিলান। শুরুতে ধাক্কা খেয়ে অবশ্য দমে যায়নি লিভারপুল। আগ্রাসী ফুটবলে স্বাগতিকদের ধরাশায়ী করে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্না স্লটের দল।
সান সিরোয় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল।
অল রেডদের হয়ে একটি করে গোল করেছেন ইব্রাহিমা কোনাটে, ভার্জিল ফন ডাইক এবং ডমিনিক সোবোস্লাই। এসি মিলানের হয়ে একমাত্র গোলটি করেছেন ক্রিস্টিয়ান পুলিসিচ।
নিজেদের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় মিলান। মধ্যমাঠ থেকে আলভারো মোরাতার বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন ক্রিস্টিয়ান পুলিসিচ।
শুরুতে ধাক্কা খেলেও খেলার গতিতে পরিবর্তন আনেনই লিভারপুল। সপ্তদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় দলটি। তবে বল ক্রসবারে লাগায় ভাগ্য সহায় হয়নি তাদের।
অপেক্ষা অবশ্য দীর্ঘায়িত হয়নি লিভারপুলের। ২৩ মিনিটে কোনাটের গোলে সমতা ফেরায় দলটি। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস থেকে হেডে বল জালে জড়ান কোনাটে।
৩০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে লিভারপুল। কোডি গ্যাকপোর নেয়া শট মিলানের গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে শট নেন মোহাম্মদ সালাহ। কিন্তু সেটাও ক্রসবারে লেগে চলে যায়। ৪১ মিনিটে লিড দ্বিগুণ করে লিভারপুল। কর্ণার থেকে হেডে গোলটি করেন ডাচ ডিফেন্ডার ফন ডাইক।
প্রথমার্ধে এগিয়ে থাকা লিভারপুল দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায়। বক্সের মুখ থেকে ভলিতে গোল করে ব্যবধান ৩-০ করেন ডমিনিক শোবোস্লাই। ম্যাচের বাকিটা সময় দুদলই একাধিক সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি কেউই।