কোচ বদলালেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভাগ্য বদলায়নি বার্সেলোনার। ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে শুরুতেই হারল স্প্যানিশ জায়ান্টরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে কাতালানরা। মোনাকোর হয়ে গোল দুটি করেন ম্যাগনেস অ্যাকলিওসে ও জর্জ লেনিখেনা। বার্সার হয়ে গোলটি করেন লামিন ইয়ামাল। তাতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ স্কোরারের কীর্তি গড়েন ১৭ বছর বয়সী এ ফরোয়ার্ড।
হ্যান্সি ফ্লিকের অধীনে লা লিগায় রীতিমতো উড়ছিল বার্সেলোনা। পাঁচ ম্যাচের সবকটি জয়ের পাশাপাশি প্রতিপক্ষের জালে গোল উৎসব করে ১৭টি বল জড়ায় তারা। কিন্তু সে বার্সাকে খুঁজে পাওয়া গেল না চ্যাম্পিয়ন্স লিগে। অবশ্য শুরুতেই এরিক গার্সিয়ার লাল কার্ড তাদের দুর্বল করে তোলে। তাকুমি মিনামুনোকে ফাউল করে ম্যাচের দশম মিনিটেই লাল কার্ড দেখেন গার্সিয়া। ১০ জনের দলে পরিণত হয় বার্সা।
সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১৬তম মিনিটে লিড নেয় মোনাকো। ভ্যান্ডারসনের ক্রস দখলে নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েন ম্যাগনেস। বার্সার চার ডিফেন্ডারকে পরাস্ত করে নিঁখুত শটে জালে জড়ান তিনি। জায়গায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে ছিলেন গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন। তবে লড়াইটা চালিয়ে গেছে বার্সাও। ২৮তম মিনিটে কাসাদোর পাস পেয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে জালে জড়ান ইয়ামাল। সমতায় ফেরে বার্সা। দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোলের রেকর্ড গড়েন তিনি। ১৭ বছর ১ মাস ৯ দিন বয়সে গোল করে তার উপরে আছেন সতীর্থ আনসু ফাতি। ইয়ামাল গোল করলেন ১৭ বছর ২ মাস ৬ দিন বয়সে।
১০ জনের দল নিয়ে বার্সা প্রথমার্ধের বাকি সময় লড়াই করলেও দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ মোনাকোকে আটকে রাখা যায়নি। ৭১তম মিনিটে ফের এগিয়ে যায় মোনাকো। নিজেদের অর্ধ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ এড়িয়ে ধরে এগিয়ে যান ইলেনিখেনা। বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। পিছিয়ে পড়ার পর আর লড়াইয়ে ফিরতে পারেনি বার্সা। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ২৬ ম্যাচের ১২টিই হারল বার্সেলোনা। গত মৌসুমে তারা বিদায় নেয় গ্রুপ পর্বেই। এবার কতদূর যেতে পারে সেটাই এখন দেখার পালা। এদিকে চলতি মৌসুমে ক্লাবটির দায়িত্ব নেয়া হ্যান্সি ফ্লিক তার ক্যারিয়ারে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে হারের মুখ দেখলো।