ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নিহতের মামলায় ছয় অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টা এই ছয় আসামিকে আদালতে তোলা হয়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আটককৃত বঙ্গবন্ধু মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার হাসানুল হক নিপুনকেও আদালতে আনা হয়েছে। আর নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে আদালতে নেয়া হবে। এছাড়া দুই দিনের রিমান্ড শেষ হওয়া চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার আওয়ামীলীগ নেতা ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে আদালতে তোলা হবে আজ।