বন্যার কবলে পড়ে লক্ষ্মীপুরের ক্ষতিগ্রস্ত ছয় কিলোমিটার সড়ক সংস্কার করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। এতে হাজার হাজার চলাচলকারীর ভোগান্তি কমবে বলে জানান স্থানীয়রা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের ব্যাপারী বাড়ির দরজা থেকে মোল্লা বাড়ি এলাকা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়ক ইট-বালি দিয়ে সংস্কার করেন তারা।
জানা যায়, বন্যার পানি নেমে যাওয়ার পর চলাচলের সড়কটির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে ও তারেক রহমানের পক্ষে বন্যা পরবর্তী রাস্তা মেরামত ও পুর্নবাসন কর্মসূচির অংশ হিসেবে দত্তপাড়ার বড়ালিয়ার এ ছয় কিলোমিটার সড়ক সংস্কার কাজ করে যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, দীর্ঘ এক মাস বন্যায় পানিবন্দি থাকার পর চারদিকে ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। বড়ালিয়া ব্যাপারী বাড়ির দরজা থেকে মোল্লা বাড়ির দরজা পর্যন্ত সড়কটি দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ চলাচল করে। বন্যায় সড়কটি দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। যুবদলের উদ্যোগে সড়কটি সংস্কার কাজ করায় স্থানীয়দের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, সদর উপজেলা যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন জুয়েল, দত্তপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রনি, শাহ আলম, মোরশেদ আলম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, ছাত্রদল নেতা রিয়াদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আহসান হাবিব বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে বন্যাদূর্গত মানুষদের ত্রাণ, রাস্তা মেরামত ও পুর্নবাসন সহায়তা দেয়া হচ্ছে। তারই নির্দেশনা অনুযায়ী দত্তপাড়ার বড়ালিয়া এলাকার ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজ করা হচ্ছে। এতে এ এলাকার হাজার হাজার মানুষের চলাচলের ভোগান্তি লাঘব হবে। ইতোমধ্যে দলীয় নির্দেশনা অনুযায়ী বন্যার পরবর্তী ক্ষতি এড়াতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের নেতাকার্মীরা কাজ করে যাচ্ছে। আগামীতেও জনগণের দুঃখ-দুর্দশা লাগব করতে দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।