ঢাকা | বঙ্গাব্দ

কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলে দেড় শতাধিক রকেট হামলা

হিজবুল্লাহর মতে, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের ১৮৮তম আর্মার্ড ব্রিগেডের সদর দপ্তর, যা ইসরাইলের উত্তর কমান্ডের অধীনে কাজ করে।
  • | ২০ সেপ্টেম্বর, ২০২৪
কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলে দেড় শতাধিক রকেট হামলা সংগৃহীত

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপের দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর মতে, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের ১৮৮তম আর্মার্ড ব্রিগেডের সদর দপ্তর, যা ইসরাইলের উত্তর কমান্ডের অধীনে কাজ করে।

হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনি জনগণের বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের সমর্থনের পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর সবশেষ হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য এ আক্রমণ চালিয়েছে তারা।

এদিকে ইসরাইলের আর্মি রেডিও’র বরাত দিয়ে আল জাজিরা আরও জানিয়েছে, উত্তর ইসরাইলের মাউন্ট মেরন এলাকায় অতি সম্প্রতি ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার বেশিরভাগই খোলা জায়গায় পড়েছে।

এ নিয়ে গেল কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে মোট ১৫০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।

ইসরাইলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, এ হামলায় অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।