ভারতে লোকসভা নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে দায়ের কার মামলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টের বিচারপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কড়া সমালোচনা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টে একের পর এক অভিযুক্ত ব্যক্তিদের জামিন পাওয়ায় এবং বিচারপদ্ধতি প্রভাবিত হওয়ার অভিযোগ তুলে অন্য রাজ্যে মামলা সরানোর আর্জি জানায় সিবিআই।
ডিসেম্বরে একটি আবেদনের মাধ্যমে রাজ্যের নির্বাচন পরবর্তী সহিংতার মামলাগুলো পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে বদলি করার আর্জি জানায় সিবিআই। সেই মামলার শুনানিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করে।
বিচারপতি বলেন, আমরা যদি আবেদন মেনে নিয়ে মামলাগুলো অন্য রাজ্যে স্থানান্তর করার নির্দেশ দিই, তাহলে প্রকারান্তরে এই অভিযোগেই সায় দেওয়া হবে যে, রাজ্যের সব আদালত পক্ষপাতদুষ্ট। কারণ, জেলা, দায়রা ও সেশন বিচারকরা কেউ-ই এই মামলায় নিজেদের পক্ষে সওয়াল করতে আসবেন না। এটা বলা যায় না। সিবিআইয়ের আবেদন দুর্ভাগ্যজনক।
এরপর সিবিআই-কে আবেদন প্রত্যাহার করে নিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ২০২১ সালে বিধানসভা ভোটের পর রাজ্য জুড়ে একাধিক সহিংসতার ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে। কিন্তু মামলাগুলির ভিনরাজ্যে ট্রায়াল চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। নিম্ন আদালত সম্পর্কে সিবিআইয়ের অভিযোগকে মানহানিকর বলেছেন দুই বিচারপতি। এদিন বিচারপতিদের তিরস্কারের পরই নির্বাচন পরবর্তী সহিংসতার মামলা রাজ্যের বাইরে স্থানান্তরের আবেদন প্রত্যাহার করেছে সিবিআই।