ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। আজভ সাগরের আটটি অঞ্চলে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাশিয়ার ফেডারেশন এবং আজভ সাগরের আটটি অঞ্চলে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১০১টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল (ইউএভি) অর্থাৎ ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। খবর তাসের।
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইউক্রেনীয় এসব ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ বাহিনী। এর মধ্যে ৫৩টি ব্রায়ানস্ক অঞ্চলে, ১৮টি ক্রাসনোদার অঞ্চলে, কালুগা অঞ্চলে পাঁচটি, টাইভার এবং বেলগোরোদ অঞ্চলে তিনটি, স্মোলেনস্ক, কুরস্ক অঞ্চল এবং ক্রিমিয়া প্রজাতন্ত্রের একটি এবং আজভ সাগরে ১৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী।