ঢাকা | বঙ্গাব্দ

চেন্নাই টেস্টে বাংলাদেশের রেকর্ড ব্যবধানে হার

চতুর্থ দিন সকালেই টাইগারদের ৬ উইকেট তুলে নিয়ে ২৮০ রানের বড় জয় পায় স্বাগতিক ভারত।
  • | ২২ সেপ্টেম্বর, ২০২৪
চেন্নাই টেস্টে বাংলাদেশের রেকর্ড ব্যবধানে হার চতুর্থ দিনে এক সেশনও ব্যাট করতে পারলো না বাংলাদেশ। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ২৮০ রানে হেরেছে নাজমুল হোসেন শান্ত’র দল।

ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জেতা সহজ ব্যাপার নয়। হলোও তাই, চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে হেসেখেলেই জয় পেলো ভারত। চতুর্থ দিন সকালেই টাইগারদের ৬ উইকেট তুলে নিয়ে ২৮০ রানের বড় জয় পায় স্বাগতিক ভারত।


প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪৯ রানে। ৪ উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। তাতে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানের। পাহাড়সম এই রান করতে নেমে দুই সেশনও ভালো করে খেলতে পারেনি বাংলাদেশ। চতুর্থ দিন সকালে ২৩৪ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ২৮০ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। 


এটি ভারতের বিপক্ষে বাংলাদেশের ১২তম টেস্ট পরাজয়।


ভারতের হয়ে ৯টি উইকেটই শিকার করেছেন অশ্বিন ও জাদেজা। ৬ উইকেট শিকার করেছেন অশ্বিন। সেখানে জাদেজা পেয়েছেন ৩ উইকেট। একটি উইকেট পেয়েছেন বুমরা।