ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় এক নারী ভিক্ষুককে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে শ্রীপুর উত্তরপাড়ায় কুপিয়ে হত্যা করা হয়।
জানা গেছে, দুপুরে সিঙ্গারবিল ইউনিয়নে শ্রীপুর উত্তরপাড়ায় শহিদুল হক মোল্লার বাড়িতে ভিক্ষা করতে যান নিহত ওই নারী। এ সময় শহিদুল হক মিয়ার ছেলে মানিক মিয়া প্রথমে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে। পরে বঁটি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যান তিনি।
বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। জানতে পারি, ভিক্ষা চাওয়ায় বাকবিতণ্ডায় জড়িয়ে একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করে মানিক মিয়া। অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ভিক্ষুক নারীর ঠিকানা পেয়েছি। তিনি কিশোরগঞ্জের বাসিন্দা। তার ছেলেকে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে মামলার এজহার নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।