স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে অপ্রতিরোধ্য গতিতেই ছুটছে বার্সেলোনা। যদিও উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে হারের হতাশা নিয়ে ফিরতে হয় হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। তবে লা লিগায় যথারীতি নিজেদের বিধ্বংসী রূপে মেলে ধরলো বার্সেলোনা। এবার তাদের আগুনে পুড়লো ভিয়ারিয়াল। রবার্ট লেভান্ডোভস্কি ও রাফিনহার জোড়া গোলে ৫-১ গোলের বড় জয়ে শীর্ষস্থান মজবুত করলো হ্যান্সি ফ্লিকের দল।
রোববার (২২ সেপ্টেম্বর) নিজেদের ডেরায় বার্সেলোনাকে আতিথ্য জানায় ভিয়ারিয়াল। শুরু থেকেই বল নিজদের দখলে রেখে আক্রমণের পসরা সাজায় বার্সেলোনা। ২০ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন লেভান্ডোভস্কি। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান। ৩৮ মিনিটে পেরেজের গোলে ব্যবধান কমায় স্বাগতিক দল। এগিয়ে থাকলেও প্রথমার্ধের শেষ দিকে দুঃস্বপ্ন হানা দেয় বার্সেলোনাকে। গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যান। লিড ধরে রেখেই বিরতিতে যায় কাতালান ক্লাবটি।
৫৮ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। পেদ্রির পাস থেকে গোল করেন পাবলো তোরে। ৬৭ মিনিটেই চতুর্থ গোলের দেখা পেতে পারতো বার্সা। হ্যাটট্রিকের সুযোগ ছিল লেভান্ডোভস্কির। তবে পেনাল্টি মিস করে সুযোগ হারান।
৬৮ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পেয়েছিল ভিলারিয়াল। তবে অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিল হয়ে যায় তাদের। ৭৪ মিনিটে বার্সাকে চতুর্থ গোলটি এনে দেন রাফিনহা। ভিক্টরের পাস থেকে গোল করেন। নয় মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন ব্রাজিল তারকা। লামিন ইয়ামালের পাসকে গোলে পরিণত করেন। পরে ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।