ঢাকা | বঙ্গাব্দ

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড

ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে দ্রুত ১০০ গোলের রেকর্ড ছিল আগে কেবল রোনালদোর। ২০১১ সালে রিয়াল মাদ্রিদ জার্সিতে ১০৫ ম্যাচে শততম গোল করেন তিনি। একযুগের বেশি পর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটিতে ১০৫ ম্যাচে ১০০ গোল করলেন ২৪ বছর বয়সী তারকা।
  • | ২৩ সেপ্টেম্বর, ২০২৪
রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড সংগৃহীত

ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের লড়াইয়ে আর্সেলানের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করেছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ড। নবম মিনিটে স্যাভিনহোর বাড়ানো বল বক্সের মাঝখানে পেয়ে জালে পাঠান। তাতে ক্রিস্টিায়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসান নরওয়ে তারকা।


ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে দ্রুত ১০০ গোলের রেকর্ড ছিল আগে কেবল রোনালদোর। ২০১১ সালে রিয়াল মাদ্রিদ জার্সিতে ১০৫ ম্যাচে শততম গোল করেন তিনি। একযুগের বেশি পর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটিতে ১০৫ ম্যাচে ১০০ গোল করলেন ২৪ বছর বয়সী তারকা।


২০২২ সালের মে মাসে সিটিতে যোগ দেন হালান্ড। অভিষেক মৌসুমেও গোলের অনেক রেকর্ড গড়েন। পরের মৌসুমে সংখ্যাটা কমলেও প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন।


চলতি মৌসুমে এপর্যন্ত ৫ ম্যাচে ১০ গোল করেছেন হালান্ড। এক মৌসুমে দ্রুততম। মৌসুমে দ্রুততম ১০ গোলের রেকর্ডে আগে যৌথভাবে মিকি কোয়েনের সঙ্গে ছিলেন হালান্ড। ১৯৯২-৯৩ কভেন্ট্রি সিটির হয়ে ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন কোয়েন। ২০২২-২৩ মৌসুমে ছয় ম্যাচে ১০ গোল করে তাতে ভাগ বসান হালান্ড।