ঢাকা | বঙ্গাব্দ

গণমাধ্যমের স্বাধীনতা নি‌শ্চিতে ক‌মিশন গঠন

না‌হিদ ইসলাম ব‌লেন, সংবাদপত্র শি‌ল্পে অনেক সমস্যা র‌য়ে‌ছে। অডিট, বিজ্ঞাপন ও বিল প্রদান ডি‌জিটাল করার প্রক্রিয়া চল‌ছে।
  • | ২৩ সেপ্টেম্বর, ২০২৪
গণমাধ্যমের স্বাধীনতা নি‌শ্চিতে ক‌মিশন গঠন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
গণমাধ্যমের স্বাধীনতা নি‌শ্চিতে আগামী সপ্তা‌হে এক‌টি ক‌মিশন গঠন করা হ‌বে ব‌লে জানিয়ে‌ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা না‌হিদ ইসলাম।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বি‌কে‌লে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবনের সম্মেলনকক্ষে সংবাদপ‌ত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন্যান্য অংশীজ‌নের সঙ্গে ম‌ত‌বি‌নিময় সভায় একথা জানান উপদেষ্টা।

না‌হিদ ইসলাম ব‌লেন, সংবাদপত্র শি‌ল্পে অনেক সমস্যা র‌য়ে‌ছে। অডিট, বিজ্ঞাপন ও বিল প্রদান ডি‌জিটাল করার প্রক্রিয়া চল‌ছে ব‌লেও জানান তি‌নি। এ সময় গণহত্যায় জড়িত পত্রিকা বা সাংবাদিকদের বিচার করা হবে ব‌লেও জানান তথ্য উপ‌দেষ্টা। পরে সংবাদপ‌ত্রের সম্পাদকরা তা‌দের নানা সমস্যার কথা তু‌লে ধ‌রেন।