ঢাকা | বঙ্গাব্দ

লেবাননে স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের

মেজর-জেনারেল (অব.) গের্শন হ্যাকোহেন সোমবার বলেছেন, যে কোনো ভাবেই হোক- আইডিএফের উচিৎ লেবাননে প্রবেশ করা।
  • | ২৩ সেপ্টেম্বর, ২০২৪
লেবাননে স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের ইসরায়েলি সেনা

লেবাননে ব্যাপক বিমান হামলার পর এবার সেখানে স্থল হামলা চালাতে প্রস্ততি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর (আইডিএফ) স্থল অভিযানের সাবেক প্রধান মেজর জেনারেল গের্শন হ্যাকোহেন। ইসরায়েলি স্থল বাহিনীর এই সাবেক প্রধান বলেন, আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। যে কোনো উপায়ে হোক, পালিয়ে যাওয়া বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে। এ জন্য লেবাননে স্থল অভিযানের বিকল্প নেই। খবর জেরুজালেম পোস্টের।

আইডিএফ জেনারেল স্টাফ কর্পসের সাবেক কমান্ডার, মেজর-জেনারেল (অব.) গের্শন হ্যাকোহেন সোমবার বলেছেন, যে কোনো ভাবেই হোক- আইডিএফের উচিৎ লেবাননে প্রবেশ করা। হ্যাকোহেন বলেন, হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে ইসরায়েল এখন স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।

রোববার সকাল থেকেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো এ পর্যন্ত শতাধিকবার লেবাননে বোমা হামলা চালিয়েছে। এর ফলে লেবাননে আরো তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

এর আগে শনিবার রাতভর উত্তর ইসরায়েলে দেড় শতাধিক রকেট এবং ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। রামিত ডেভিড বিমান ঘাঁটি ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান-ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম। অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থিত ইসরাইলের এই ঘাঁটি সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার অন্যতম প্রধান টার্গেটে পরিণত হয়েছে।

হিজবুল্লাহর এ ভয়াবহ হামলায় রীতিমতো দিশেহারা হয়ে পড়ে ইসরায়েল। রোববার খুব ভোরবেলায়ও অধিকৃত উত্তর ফিলিস্তিনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলি লক্ষ্যবস্তুগুলোর ওপর এত ব্যাপক ও ভয়ানক ক্ষেপণাস্ত্র হামলা আর চালায়নি হিজবুল্লাহ। ইসরায়েলের রাষ্ট্রীয় টিভি চ্যানেল কান জানিয়েছে, হিজবুল্লাহর হামলার জবাবে রোববার সকাল থেকেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো এ পর্যন্ত শতাধিকবার লেবাননে বিমান হামলা চালিয়েছে যাচ্ছে।