দিল্লির মুখ্যমন্ত্রী হিসেব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন আম আদমি পার্টির (আপ) নেতা অতিশি মারলেনা। রাজ্যের অষ্টম ও সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে আজ সোমবার দায়িত্ব গ্রহণ করেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে আগামী চার মাস দায়িত্ব পালন করবেন ৪৩ বছর বয়সী এই রাজনীতিক। এরপর দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অতিশি। রাজ্যের তৃতীয় নারী মুখ্যমন্ত্রী তিনি। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর তার জায়গায় এলেন অতিশি।
অতিশি দক্ষিণ দিল্লির কালকাজি থেকে নির্বাচিত বিধায়ক। তিনি অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভারও সদস্য ছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এখন দিল্লির বিধানসভায় নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাকে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিধানসভার এক বিশেষ অধিবেশনে এ বিষয়ক ভোটাভুটি হবে।
আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রীর কার্যালয়ে নিজের চেয়ারের পাশে একটি খালি চেয়ার রাখেন অতিশি। তিনি বলেন, এই চেয়ার অরবিন্দ কেজরিওয়ালের। আমার বিশ্বাস, চার মাস পর দিল্লির মানুষ আবার তাকে ফিরিয়ে আনবেন।