ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে আর চলতি মৌসুমে মাঠে দেখা যাবে না। অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গেছে তার। খবর ইএসপিএনের।
একটি সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, এসিএল ইনজুরির কারণে চলতি মৌসুমে রদ্রির আর মাঠে নামার সম্ভাবনা নেই। সাধারণত এসিএল ইনজুরি থেকে সেরে উঠতে ছয় মাসেরও বেশি সময় প্রয়োজন হয়। আর সেরা ওঠার পর পুরোদমে পুরোনো রূপে ফিরতে আরও বেশি সময় লেগে যায়।
রোববার প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হাইভোল্টেজ ম্যাচে ডান হাঁটুতে চোট পান রদ্রি। চোটের কারণে ম্যাচের ২১ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ অবশ্য এখনো রদ্রির চোটের বিষয়ে কিছু জানায়নি।
প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের দুই শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ড্রয়ের পরও ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে সিটিজেনরা।
তবে দলের মধ্যমাঠের প্রাণভোমরা রদ্রিকে পুরো মৌসুমের জন্য হারালে নিশ্চিৎভাবেই কপালে ভাঁজ পড়বে সিটি কোচ পেপ গার্দিওলার। কয়েক মৌসুম ধরে সিটির মধ্যমাঠ থেকে রক্ষণ এবং আক্রমণে দারুণ ভূমিকা পালন করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।