পুজিবাজারে বীমা কোম্পানির শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ কমিশন সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বীমা কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনে কারসাজিতে জড়িত থাকায় সাকিবের পাশাপাশি আলোচিত জুয়াড়ি আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া একই শেয়ারের কারসাজির দায়ে ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ টাকা ও সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্টকে ১লাখ টাকা জরিমানা করেছে এসইসি।