ঘরের মাঠে প্রথমার্ধেই দুই গোলের লিড পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতে লিডটা আরও বাড়িয়ে নেয় লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত স্কোরলাইন এমনই ছিল। কিন্তু শেষ ১০ মিনিটে রিয়াল শিবিরে কাঁপন ধরায় দেপোর্তিভো আলাভেস। পরপর দুই মিনিটে দুই গোল করে রিয়ালকে পয়েন্ট হারানোর শঙ্কায় ফেলে দেয় দলটি। তবে শেষ পর্যন্ত কোনো বিপদ ছাড়াই জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
লা লিগার ম্যাচে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে দেপোর্তিভো আলাভেসকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে একটি করে গোল করেছেন লুকাস ভাসকেজ, কিলিয়ান এমবাপ্পে এবং রদ্রিগো গোজ।
এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান শক্ত করেছে রিয়াল। ৭ ম্যাচের পাঁচটিতে জিতে ১৭ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ৬ ম্যাচের সবগুলোতে জিতেছে।
ঘরের মাঠে প্রথম মিনিটেই রিয়ালকে লিড এনে দেন ভাসকেজ। ম্যাচ শুরু হতেই নিজেদের সীমানায় ফ্রি-কিক পায় রিয়াল। সেখান থেকে সতীর্থের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস জুনিয়র। বক্সের ছয় গজ মুখে ভাসকেজের উদ্দেশে কাটব্যাক করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন ভাসকেজ।
শুরুতে গোল পেলেও প্রথমার্ধে রিয়ালের খেলা তেমন গোছালো ছিল না। সুযোগ পেয়ে আক্রমণের চেষ্টা করেছে আলাভেস। তবে স্কোরলাইনে কোনো পার্থক্য আনতে পারেনি সেসব আক্রমণ। উল্টো ২২ মিনিটে আরেকবার জালে বল পাঠায় রিয়াল। তবে কিলিয়ান এমবাপ্পে অফসাইডে থাকায় বাতিল হয় সেই গোল।
৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বেলিংহামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোলটি করেন ফরাসি এই তারকা। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও রিয়ালের গোল। এবার ভাসকেজের পাস ধরে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে গোলটি করেন রদ্রিগো। এই গোলের পরপরই গোলের সুযোগ পেয়ে যান ভিনিসিউসও। তবে প্রতিপক্ষের দারুণ স্লাইডে বল হারিয়ে ফেলেন তিনি।
ম্যাচের শেষদিকে এসে রিয়াল শিবিরে ভয় ধরিয়ে দেয় আলাভেস। নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট বাকি থাকতে পরপর দুই মিনিটে দুই গোল করে লড়াই জমিয়ে তোলে দলটি।
৮৫ মিনিটে রিয়াল নিজেদের সীমানায় রিয়াল বল পজেশন হারালে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন কার্লোস বেনাভিদেস। পরের মিনিটে গলতি করেন গার্সিয়া। বক্সে থেকে কোনাকুনি শট নেন কিকে তিনি, পোস্টে লেগে বল ঠিকানা খুঁজে পায়।
পরপর দুই গোলে আত্মবিশ্বাসী হয়ে আক্রমণের ধার আরও বাড়ায় আলাভেস। তবে গোলের দেখা আর পাওয়া হয়নি দলটির। জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির রিয়াল।