নাটোরের সিংড়ায় এমবিবিএস ডিগ্রি ছাড়া রোগী দেখা, প্রেসক্রিপশন দেয়াসহ অন্যান্য মেডিকেল প্র্যাকটিস কার্যক্রম চলমান রাখার অপরাধে এস এম জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিংড়া বাজারের চালপট্টি মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৪ ধারায় এই অর্থদণ্ড করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।