লেবানন ও ইসরায়েলের সীমান্তে ২১ দিনের ‘অস্থায়ী যুদ্ধবিরতি’র যৌথ আহ্বান জানিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ। খবর আল জাজিজার।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতো প্রভাবশালী দেশগুলো এই আহ্বানে স্বাক্ষর করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৩ সালের ৮ই অক্টোবর থেকে লেবানন এবং ইসরায়েলের মধ্যে চলমান পরিস্থিতি অসহনীয় এবং এটি একটি বড় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করছে। ’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এখন সময় এসেছে একটি কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সীমান্তের উভয় প্রান্তের বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার। ’
তারা বিবৃতিতে এও উল্লেখ করে, ‘আমরা লেবানন-ইসরায়েল সীমান্তজুড়ে অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি, যাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে একটি সমঝোতায় পৌঁছানো যায়, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ এবং গাজা পরিস্থিতি নিয়ে প্রস্তাব ২৭৩৫ এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। ’
বিবৃতিতে আরও যোগ করা হয়, আমরা সকল পক্ষকে, বিশেষ করে ইসরায়েল এবং লেবানন সরকারের প্রতি এই অস্থায়ী যুদ্ধবিরতিকে অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা এরপর সম্পূর্ণরূপে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত, যাতে এই সংকটের স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়। ’
এ যুদ্ধবিরতির মাধ্যমে উভয় দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন করে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের পথ সুগম হতে পারে বলে আশা করা হচ্ছে।