ঢাকা | বঙ্গাব্দ

এ বছর চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ প্রায় শেষ হলেও এ বছর চালু হচ্ছে না টার্মিনালটি।
  • | ২৬ সেপ্টেম্বর, ২০২৪
এ বছর চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল টার্মিনালটি চালু হতে আরও ৬ মাসের মতো সময় লাগবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ প্রায় শেষ হলেও এ বছর চালু হচ্ছে না টার্মিনালটি। এটি চালু হতে আরও ৬ মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য এস এম লাবলুর রহমান।


আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ কথা জানান বেবিচকের সদস্য সচিব।


তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আর মাত্র ২ শতাংশ কাজ বাকি আছে।


অন্যদিকে, শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের নাম পরিবর্তনের কোন উদ্যোগ নেয়া হয়নি বলে জানান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান।


উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল প্রকল্পটি শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। আগামী অক্টোবরে স্বপ্নের এ টার্মিনালটি চালু হওয়ার কথা ছিল।


তৃতীয় টার্মিনাল প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের ৫ হাজার ২৫৭ কোটি টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ঋণ ১৬ হাজার ১৪১ কোটি টাকা।