ঢাকা | বঙ্গাব্দ

চলমান বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে মঙ্গলবার রাত থেকে সারা দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে।
  • | ২৬ সেপ্টেম্বর, ২০২৪
চলমান বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস ফাইল ছবি

সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে মঙ্গলবার রাত থেকে সারা দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে (২৭ সেপ্টেম্বর) এই বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি বাড়তে তাপমাত্রাও।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বলেন, ‘বৃষ্টি যে একেবারেই থেমে যাবে এমন নয়, তবে আগামীকাল (শুক্রবার) থেকে এর পরিমাণ কমতে শুরু করবে। তারপর তাপমাত্রা বাড়বে।’


এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে যাওয়ায় বুধবার সারা দিনই দেশের বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে। আজও (বৃহস্পতিবার) সারা দেশে বৃষ্টি হচ্ছে।


এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।


এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।