আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে সাবেক ছাত্রনেতাদের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।
দুস্থদের মধ্যে খাবার বিতরণকালে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৮তম জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দুস্থ ও গরিব-দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মিয়া, সাবেক সহ-সম্পদক এনামুল হক প্রিন্স ও সাবেক উপ-অর্থ সম্পাদক তড়িৎ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।