ঢাকা | বঙ্গাব্দ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১১২

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১২ জনে।
  • | ২৯ সেপ্টেম্বর, ২০২৪
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১১২ সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১২ জনে। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা-ভূমিধসে এ প্রাণহানীর ঘটনা ঘটেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

  

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিনদিন ধরে অবিরাম বর্ষণে দেশজুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়েছে। এই ঘটনায় শনিবার রাত পর্যন্ত অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৬৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, পাঁচথার, ঝাপা, মহোত্তারি, কাঠমান্ডু, ললিতপুর, কাভরে, সিন্ধুলি, ধাদিং, সিন্ধুপালচোক, দোলাখা এবং রূপানদেহি জেলায় অন্তত ৬৮ জন নিখোঁজ হয়েছেন।


প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা এবং ভূমিধসের জেরে পার্বত্য এই দেশটির অনেক অংশে মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত হয়ে উঠেছে। সড়ক বন্ধ হয়ে যাওয়র কারণে বিভিন্ন স্থানে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন।


সিনিয়র পুলিশ সুপার বসন্ত রাজৌরের জানিয়েছেন, কাঠমান্ডু এবং ধাদিং থেকে পুলিশ শনিবার সন্ধ্যায় এসব মৃতদেহ উদ্ধার করে।