প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া ওসাসুনার বিপক্ষে জিততে পারল না বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে এটা এবারের লিগে কাতালান ক্লাবটির প্রথম হার।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলে হেরেছে বার্সেলোনা। বার্সার হয়ে ২টি গোল করেছেন পাও ভিক্টর ও লামিন ইয়ামাল। ওসাসুনার হয়ে জোড়া গোল করেন আন্তে বুদিমির। একটি করে গোল পান ব্রায়ান জারাগোজা ও আবেল ব্রেটনস।
এ হারের মাধ্যমে লিগে টানা ৭ ম্যাচ পর জয়ে ছেদ পড়ল বার্সেলোনার। ইতিহাসের ভাগিদার হওয়া থেকে বঞ্চিত হলেন কোচ। আগের ম্যাচে গেতাফেকে হারিয়ে পেপ গার্দিওলা ও তিতো ভিলানোভাকে ছাড়িয়ে আর্নেস্তো ভালভার্দেকে ধরেছিলেন ফ্লিক। গার্দিওলা ও তিতো লিগে বার্সাকে জিতিয়েছেন টানা ৬ ম্যাচ, ভালভার্দে ৭টি। টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটি টাটা মার্টিনোর। ইন্টার মায়ামির এই কোচ ১১ বছর আগে বার্সাকে টানা ৮ ম্যাচে জিতিয়েছিলেন।
এল সাদারে ১৮ মিনিটেই গোলের দেখা পায় ওসাসুনা। বাঁপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে কর্নার এরিয়া থেকে বল উড়িয়ে মারেন জারাগোজা। ডি বক্সে দৌড়ে এসে হেড দিয়ে জালের দেখা পান বুদিমির। ২৮ মিনিটে পরের গোলের নায়ক জারাগোজা। অনেকটা মাঝমাঠ থেকে তাকে পাস দেন পাবলো ইবানেজ। দৌড় আক্রমণে উঠে বার্সা গোলরক্ষক ইনাকি পেনাকে বোকা বানিয়ে গোল আদায় করে নেন জারাগোজা।
২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সা ৫২ মিনিটে গোলের দেখা পেতে পারত। জুলস কুন্দের কাছ থেকে পাওয়া বলে রবার্ট লেওয়ান্ডোভস্কি কমজোর শট নিলে ফিরিয়ে দেন ওসাসুনা গোলরক্ষক সার্জিও হেরেরা। তবে অপেক্ষা খুব বেশি দীর্ঘায়িত হয়নি বার্সার। এক মিনিট পরই ভিক্টরের নেয়া দুর্বল শটে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে গোল হজম করেন হেরেরা। ব্যবধান হয় ২-১।
৭১ মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোল পূর্ণ করেন বুদিমির। দুর্বল রক্ষণদেয়াল ভেদ করে দুরপাল্লার শটে ৮৫ মিনিটে জালের দেখা পান আবেল। ৮৯ মিনিটে বার্সার হয়ে ম্যাচের শেষ গোলটি করেন লামিন ইয়ামাল। ডি বক্সের বাইরে থেকে নেয়া শট ওসাসুনা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে প্রবেশ করে।
হারলেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ওসাসুনা ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে ৬ নম্বরে।