মমিনুলের ১৩তম টেস্ট সেঞ্চুরির সত্ত্বেও চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।প সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রথম সেশনের শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
মুশফিকুর রহিম, লিটন দাস এবং সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বেশ নড়বড়ে হয়ে পড়ে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং।
যদিও মমিনুলের সেঞ্চুরিতে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ।
৬ উইকেট হারিয়ে ২০৫ রান করে মধ্যাহ্নভোজে যায় বাংলাদেশ।
কিন্তু লাঞ্চের পর মমিনুলের অপর এন্ডের কেউ যেনো ভারতীয় বোলারদের সামনে আর টিকতেই পারেনি।
আসা যাওয়ার সেই মিছিলে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ যোগ দেন। এতে করে ২৩৩ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
মমিনুল শেষ পর্যন্ত ১০৭ রানে অপরাজিত থাকেন।
ভারতীয় বোলারদের হয়ে জসপ্রীত বুমরা ৩টি, সিরাজ, অশ্বিন, আকাশ দীপ দুটি করে উইকেট শিকার করেন। জাদেজা একটি উইকেট নেন।