ঢাকা | বঙ্গাব্দ

কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার

গভর্নর রুসলান ক্রাভচেঙ্কো রাজধানীর আশেপাশের অঞ্চলে গুরুতর বা আবাসিক অবকাঠামোর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন।
  • | ৩০ সেপ্টেম্বর, ২০২৪
কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার কিয়েভে ড্রোন হামলা।

রাশিয়া সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালায়। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলা রুশ হামলা তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট সফলভাবে শহর রক্ষা করেছিল। খবর রয়টার্স ও আরব নিউজের।

প্রত্যক্ষদর্শীরা ইউক্রেনের রাজধানীতে অসংখ্য বিস্ফোরণের শব্দ শুনেছেন।কিয়েভে রাশিয়া যেসব ড্রোন পাঠিয়েছে, সেগুলির বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে পড়ে, সেখানে জরুরি পরিষেবাগুলি কাজ করছে। ইউক্রেনের বিমান বাহিনী সোমবার বলেছে যে তারা রাশিয়ার ৭৩টি ড্রোনের মধ্যে ৬৭টি এবং রাশিয়ার ছোঁড়া তিনটি ক্ষেপণাস্ত্রের একটি গুলি করে ভূপাতিত করেছে।

গভর্নর রুসলান ক্রাভচেঙ্কো রাজধানীর আশেপাশের অঞ্চলে গুরুতর বা আবাসিক অবকাঠামোর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন। তিনি বলেন, হামলার ফলে ওই অঞ্চলের পাঁচটি জেলায় আগুন লেগেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মাইকোলাইভের গভর্নর ভিটালি কিম বলেছেন, হামলার ফলে দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আগুন লেগেছে।

রাশিয়া সেপ্টেম্বর জুড়ে কিয়েভ এবং ইউক্রেনে একাধিক বিমান হামলা করেছে, ইউক্রেনের বিদ্যুৎ, সামরিক এবং পরিবহন অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলায় কয়েক ডজন বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে এই বিশেষ সামরিক অভিযান শুরু করে যা এখনো অব্যাহত রেখেছে।