‘তুফান’ সিনেমার পর রায়হান রাফীকে ঘিরে একাধিক সিনেমার কথা শোনা গেছে। এরমধ্যেই জানা গেল, ওপার বাংলার জিতকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।
সূত্রের খবর, ইতোমধ্যে সিনেমাটির গল্প থেকে প্রি-প্রোডাকশন সবকিছু চূড়ান্ত হয়েছে। যদিও এই সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘লায়ন’। কিছুদিনের মধ্যেই শুরু হবে নতুন সিনেমার শুটিং।
সূত্র জানায়, ‘তুফান’ মুক্তির পর জিতের সঙ্গে একাধিকবার এ সিনেমা নিয়ে মিটিং করেছেন রাফী। সময়টা ভালো যাচ্ছে না জিতের। গেল কয়েক বছরে যিনি যে সিনেমাই করছেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। এ কারণে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েছেন জিৎ। শিগগির তারা শুটিংয়ে নামছেন।
জিৎ-এর সঙ্গে এ ছবিতে আফরান নিশোর অভিনয় করার গুঞ্জন উঠলেও জানা গেছে এতে তিনি থাকছেন না। ছবিটিতে নিশোর পরিবর্তে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী।
ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে রাফী কিংবা জাজ মাল্টিমিডিয়ার কেউই এই বিষয়ে মুখ খোলেননি। জানা গেছে, আগামী বছর যে কোনো ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।