ঢাকা | বঙ্গাব্দ

‘থ্রি ইডিয়টস’ চরিত্র সোনম ওয়াংচুক আটক

লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে মিছিল করতে দিল্লি যাচ্ছিলেন তারা। রাজধানী দিল্লিতে প্রবেশের মুখেই তাদের আটক করে পুলিশ।
  • | ০১ অক্টোবর, ২০২৪
‘থ্রি ইডিয়টস’ চরিত্র সোনম ওয়াংচুক আটক পরিবেশবিদ সোনম ওয়াংচুক
দিল্লির সীমান্তে লাদাখের শিক্ষাবিদ তথা পরিবেশবিদ সোনম ওয়াংচুকসহ প্রায় ১২০ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে মিছিল করতে দিল্লি যাচ্ছিলেন তারা। রাজধানী দিল্লিতে প্রবেশের মুখেই তাদের আটক করে পুলিশ। ওয়াংচুকসহ আটক ব্যক্তিদের আলিপুর থানা এবং দিল্লি-হরিয়ানা সীমান্তের অন্যান্য থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ফুঁসে উঠেছে গোটা লাদাখ। প্রতিবাদে, মঙ্গলবার লাদাখের রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। এ সময় তারা বলতে থাকেন, ‘দিল্লি পুলিশ, শেইম শেইম।’ জানা যায়, সোমবার রাতেই আটক করা হয় সোনমসহ ১২০ জনকে। সেই সময় দিল্লিতে প্রবেশ না করে হরিয়ানা সীমানায় ছিলেন সোনম। সেখানেই রাত কাটাতে চান তিনি। তবে দিল্লিতে জমায়েতে নিষেধাজ্ঞা জারির কারণে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশের দাবি, এর আগে তাদের সেখান থেকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে পুলিশের অনুরোধ না রাখায় সোনমসহ ১২০ জনকে আটক করা হয়। এরপর কিছু সময়ের মধ্যেই, তাদের ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের কর্মকর্তারা।
 
এদিকে সোনম ওয়াংচুককে আটকের বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘সোনম ওয়াংচুকের সঙ্গে মার্চ করা শতাধিক লাদাখবাসীকে আটকের ঘটনা অগ্রহণযোগ্য। লাদাখের ভবিষ্যতের জন্য দিল্লির সীমান্তে দাঁড়ানো বয়জ্যেষ্ঠ্য মানুষদের কেন আটক করা হবে?’
 
উল্লেখ্য, সোনম ওয়াংচুকের জীবন নিয়েই তৈরি হয়েছে আমির খানের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’।