ঢাকা | বঙ্গাব্দ

ইয়াং বয়েজকে উড়িয়ে বার্সার 'প্রথম' জয়

ইয়াং বয়েজকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
  • | ০২ অক্টোবর, ২০২৪
ইয়াং বয়েজকে উড়িয়ে বার্সার 'প্রথম' জয় ইয়াং বয়েজকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার প্রথম জয়।

লা লিগায় উড়ন্ত শুরু পাওয়া বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মোনাকোর বিপক্ষে হেরে ধাক্কা খেয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ইয়াং বয়েজের বিপক্ষে গোল উৎসব করে আসরের প্রথম জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।


মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইয়াং বয়েজকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি। একটি করে গোল করেছেন রাফিনিয়া ও ইনিগো মার্টিনেজ। অন্য গোলটি বয়েজের আত্মঘাতী।  


ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে বার্সেলোনা। চতুর্থ মিনিটে স্কোরলাইনে নাম তোলার সুযোগ পান লামিন ইয়ামাল। তবে স্প্যানিশ তারকার শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক মার্ভিন কেলার।

 

তবে বার্সাকে বেশিক্ষণ গোলবঞ্চিত রাখতে পারেনি ইয়াং বয়েজ। ম্যাচের অষ্টম মিনিটে রাফিনিয়ার নিচু ক্রস ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি কেলার। দূরের পোস্ট দিয়ে ফাঁকা জালে বল পাঠান লেভানদোভস্কি।  

 

বার্সেলোনার আক্রমণের বিপরীতে তেমন সুযোগ তৈরি করতে পারছিল না ইয়াং বয়েজ। ৩০ মিনিটে প্রথমবার প্রতিপক্ষের রক্ষণভাগে একটু কাঁপন ধরায় সফরকারীরা। তবে বিপজ্জনক জায়গায় বল পেয়েও পোস্টের বাইরে মেরে দলকে হতাশ করেন ইব্রিমা কুলি।  

 

৩৪ মিনিটে বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। পেদ্রির জোরালো শট প্রতিপক্ষের একজন হেডে ফেরালেও বল পেয়ে যান রাফিনিয়া। আলগা বল পেয়ে সহজেই জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৩৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মার্টিনেজ। পেদ্রির ফ্রি কিকে সবার উঁচুতে লাফিয়ে চমৎকার হেডে ঠিকানা খুঁজে নেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

 

দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে বার্সা। ৫১ মিনিটে ব্যবধান ৪-০ করেন লেভানদোভস্কি। রাফিনিয়ার কর্নারে মার্টিনেজের নেয়া হেড থেকে বল পেয়ে যান তিনি। জটলার মধ্য থেকে জালে বল জড়ান পোলিশ তারকা।

 

৪-০ গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে বার্সা। তবে অনেকগুলো সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারছিল না তারা। ৮১ মিনিটে বার্সার পঞ্চম গোলটি আসে প্রতিপক্ষের ভুলে। নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ইয়াং বয়েজের মোহামেদ আলি কামারা। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের দল।