ঢাকা | বঙ্গাব্দ

সিটি-আর্সেনালের জয়, সেল্টিককে উড়িয়ে দিলো ডর্টমুন্ড

ডর্টমুন্ডের হয়ে হ্যাট্রটিক করেন করিম আদায়েমি। আর, বিরতির পর আরও দুই গোল করে জার্মান ক্লাবটি।
  • | ০২ অক্টোবর, ২০২৪
সিটি-আর্সেনালের জয়, সেল্টিককে উড়িয়ে দিলো ডর্টমুন্ড সংগৃহীত
ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে আর্সেনাল হারিয়েছে ২–০ গোলে, আর স্লোভান ব্রাতিসলাভার বিপক্ষে ম্যানচেস্টার সিটি জিতেছে ৪–০ গোলে। রাতের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে স্রেফ উড়ে গেছে সেল্টিক।

এমিরেটসে, শুরু থেকেই আর্সেনাল ও পিএসজির ম্যাচে ছিলো পাল্টাপাল্টি আক্রমণ। তবে, পিএসজিকে হতাশ করে ম্যাচে প্রথম গোল করে আর্সেনাল। হাভার্টজের গোলে লিড পায় গানাররা। অবশ্য ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিলো পিএসজি। কিন্তু, খেই হারিয়েছে আর্সেনালের রক্ষণ ভাগের সামনে। অবশ্য, সুযোগ কাজে লাগাতে ভুল করেনি আর্সেনাল। স্কোর শিটে নাম লেখান সাকা। বিরতির পরও দুই দল চালিয়ে যায় লড়াই। শেষ পর্যন্ত প্রথমার্ধের জোড়া গোল নিয়েই মাঠ ছাড়ে গানাররা।

গোলশূন্য ড্রয়ে আসর শুরু, প্রিমিয়ার লিগেও সবশেষ দুই ম্যাচে পয়েন্ট হারানোর ধাক্কা। তবে, এবার কোনো ভুল করেনি গার্দিওলা শিষ্যরা। স্লোভান ব্রাতিস্লাভাকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি। এদিন, ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ৮ মিনিটে ইলকায় গুন্দোয়ান দলের হয়ে প্রথম গোল করার পর ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। ২-০ গোলের লিডেই বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধে যেন আরো বেড়ে যায় সিটির দাপট। ব্রাতিসলাভার উপর রীতিমত ছড়ি ঘুড়ায় গার্দিওলার দল। ৫৮ মিনিটে আর্লিং হালান্ড আর ৭৪ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক ঠুকেন জেসম ম্যাকাতে।

অপরদিকে সেল্টিকের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই ৫ গোল দেয় ডর্টমুন্ড। দলের হয়ে এসময় হ্যাট্রটিক করেন করিম আদায়েমি। আর, বিরতির পর আরও দুই গোল করে জার্মান ক্লাবটি। ফলে, বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

জায়ান্টদের জয়ের রাতে হারের মুখ দেখেছে এসি মিলান। বায়ার লেভারকুসেনের কাছে হেরেছে ৪-০ গোলে। তবে, এসি মিলানের হারের দিনে জয় পেয়েছে ইন্টার মিলান। রেডস্টার বেলগ্রেদের বিপক্ষে ইতালির বর্তমান চ্যাম্পিয়নদের জয় ৪-০ গােলে।