ঢাকা | বঙ্গাব্দ

চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৩০ বাইক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগতের লাগামহীন পদচারণা ঠেকাতে অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময়ে প্রায় ৩০টি বাইক জব্দ করা হয়। আজ রোববার (৫ মে) বিকেলে চবি প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।
  • | ০৫ মে, ২০২৪
চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৩০ বাইক চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৩০ বাইক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগতের লাগামহীন পদচারণা ঠেকাতে অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময়ে প্রায় ৩০টি বাইক জব্দ করা হয়।  আজ রোববার (৫ মে) বিকেলে চবি প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।


এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক অহিদুল আলম গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের উৎপাত দীর্ঘদিন ধরে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবাই এ বিষয়ে অভিযোগ দিয়ে আসছিল। আমরা গত ১ সপ্তাহে অভিযান চালিয়ে বহিরাগতের সতর্ক বার্তা দিয়েছি এবং আটক করার পর তাদেরকে ছেড়ে দিয়েছি। নতুন প্রক্টরিয়াল টিম আসার পর দেখছি ছোট ছোট স্কুলের বাচ্চারা বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে আমরা বহিরাগতের ক্যাম্পাসে আড্ডা দেওয়া, বাইক চালানোই নিষেধাজ্ঞা আরোপ করেছি।


চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, প্রক্টরিয়াল বডির নির্দেশে ক্যাম্পাস থেকে বহিরাগতদের প্রায় ৩০টি বাইক আমরা আটক করেছি। এরপর যাদের কাগজপত্র আছে তাদেরকে ক্যাম্পাসে পুনরায় না আসার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে। ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা তাদেরকে সতর্ক করেছি, তারা যেন অনুমতি ছাড়া ক্যাম্পাসে যত্রতত্র আনাগোনা না করে।