কুড়িগ্রামের চিলমারীর রমনা ঘাটে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে সোহাগ (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ যুবক রংপুরের হারাগাছ এলাকার রাজা মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিখোঁজ সোহাগ তার আরও ৪-৫ জন বন্ধু মিলে চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসে। ঘোরাঘুরি শেষে সোহাগ শখ করে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়। রাত হওয়ায় উদ্ধার অভিযান চালাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ণ বর্মা বলেন, ‘রাত হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। শনিবার (৫ অক্টোবর) সকালে নিখোঁজ যুবককে খুঁজতে ডুবুরি দল এসেছে। বৃষ্টি কমলে নদীতে তল্লাশি শুরু হবে।