লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় ইরানের মিত্র প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তেহরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে নেয় গোপন স্থানে। শুক্রবার (৪ অক্টোবর) সেই অবস্থান থেকে বেরিয়ে এসে জাতির উদ্দেশে খুতবা দেন তিনি, করেছেন জুমার নামাজের ইমামতিও।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছরের মধ্যে এই প্রথম শুক্রবারের জুমার নামাজের আগে খুতবা দিলেন খামেনি। তার এই খুতবা এমন এক সময়ে, যার মাত্র তিন দিন পর গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে।
খামেনির ওয়েবসাইটে বলা হয়েছে, এর আগে সকালে ইরানের সর্বোচ্চ এই নেতা ও সর্বোচ্চ ক্ষমতাধর এই ব্যক্তি তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসাল্লা মসজিদে জুমার নামাজের আগে খুতবা দেবেন এবং জামায়াতে ইমামতি করবেন। নামাজের আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হবে।
২০২০ সালের জানুয়ারি মাসে ইমাম আলী খামেনি সর্বশেষ জুমার নামাজের আগে খুতবা দেন ও ইমামতি করেন। সে সময় ইরাকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তৎকালীন প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি নিহত হন। জবাবে ইরানও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইসরায়েলে হামলা চালানোর লক্ষ্য হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, ইরান মূলত ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ, হামাসপ্রধান ইসমাইল হানিয়া এবং ইসরায়েলি হামলায় ইরানি কমান্ডারদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে।