ঢাকা | বঙ্গাব্দ

জুমার নামাজ পড়তে মসজিদে যায়নি টাইগার ক্রিকেটাররা

দেশের বাইরে কোনো সিরিজ খেলতে গেলে শুক্রবার জুমার নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে ছুটে যেতে দেখা যায় টাইগার ক্রিকেটারদের।
  • | ০৫ অক্টোবর, ২০২৪
জুমার নামাজ পড়তে মসজিদে যায়নি টাইগার ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট দল
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গোয়ালিয়রে অবস্থান করছে বাংলাদেশ। রোববার (৬ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। কানপুর টেস্টের মতো গোয়ালিয়রেও হামলার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। ভারতীয় ধর্মীয় এই সংগঠনের হুমকির বিপরীতে বেশ কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন।

কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিন স্তরের নিরাপত্তাও সাজানো হয়েছে। ম্যাচকে ঘিরে আগামী সোমবার পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট। এমন কঠোর নিরাপত্তার মধ্যেও নিকট দূরত্বের মসজিদে জুমার নামাজ আদায়ে যাননি বাংলাদেশের ক্রিকেটাররা।

সাধারণত দেশের বাইরে কোনো সিরিজ খেলতে গেলে শুক্রবার জুমার নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে ছুটে যেতে দেখা যায় টাইগার ক্রিকেটারদের। আগস্টে পাকিস্তানে সিরিজ খেলতে গিয়ে একটি ম্যাচের মাঝে শুক্রবার পড়ে যায়। তখন মধ্যাহ্ন বিরতি পিছিয়ে সময়টাও বাড়িয়ে দেওয়া হয়। দুই দলের ক্রিকেটাররা মসজিদে গিয়ে জুমায় অংশ নেন।

গোয়ালিয়রের টিম হোটেল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বের মসজিদেও জুম্মার নামাজ পড়তে যাননি শান্ত-হৃদয়রা। এমন তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

পিটিআইকে গোয়ালিয়র জোন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অরভিন্দ সাক্সেনা বলেন, ‘আমরা মতি মসজিদের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করি, কিন্তু বাংলাদেশ দল সেখানে যায়নি। এমনকি তাদের যাতায়াতে বিঘ্ন ঘটানোর ঘোষণাও দেয়নি কোনো সংগঠন। মসজিদে না যাওয়ার সিদ্ধান্ত হয়তো তাদের টিম ম্যানেজমেন্ট থেকে নেওয়া হতে পারে। মাত্র তিন কিলোমিটার পথের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা কোনো বিষয়ই ছিল না।’

পিটিআই বলছে, শহরের এক ইমাম হোটেলে এসে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (৫ অক্টোবর) বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত সেখানে ছিলেন তিনি। হোটেলের বাইরে স্বাভাবিকভাবে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।